লতিফুর রহমান: স্মরণ ও দোয়া

লতিফুর রহমানের প্রয়াণের মধ্য দিয়ে দেশ এমন একজন উদ্যোক্তাকে হারিয়েছে যিনি বাংলাদেশে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় ছিলেন নিবেদিত। গণতন্ত্র ও বাক স্বাধীনতায় তার আস্থা ছিল অবিচল। স্বাধীন গণমাধ্যমের জন্য তিনি ছিলেন শক্তিশালী ভিত্তি।

লতিফুর রহমানের প্রয়াণের মধ্য দিয়ে দেশ এমন একজন উদ্যোক্তাকে হারিয়েছে যিনি বাংলাদেশে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় ছিলেন নিবেদিত। গণতন্ত্র ও বাক স্বাধীনতায় তার আস্থা ছিল অবিচল। স্বাধীন গণমাধ্যমের জন্য তিনি ছিলেন শক্তিশালী ভিত্তি।

দেশের স্বনামধন্য শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও লতিফুর রহমানের স্মরণসভায় এসব কথা বলেছেন দ্য ডেইলি স্টার এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।

আজ বিকেল সাড়ে ৫টায় শুরু হওয়া এই স্মরণসভা ও দোয়া মাহফিল দ্য ডেইলি স্টারপ্রথম আলোর ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

লতিফুর রহমানের নাতি জারিফ আয়াত হোসেনের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য রাখেন— এসকেএফের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন হোসেন, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, পেপসিকো এর এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের সাবেক সিইও সঞ্জিব চাড্ডা, এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ঢাকার প্রেসিডেন্ট নিহাদ কবির, দ্য ডেইলি স্টার এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও উদ্যোক্তা রোকিয়া আফজাল রহমান, লতিফুর রহমানের বন্ধু হাসান আশকারি, প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান।

Comments

The Daily Star  | English

Dhaka stares down the barrel of water

Once widely abundant, the freshwater for Dhaka dwellers continues to deplete at a dramatic rate and may disappear far below the ground.

6h ago