লতিফুর রহমান: স্মরণ ও দোয়া
লতিফুর রহমানের প্রয়াণের মধ্য দিয়ে দেশ এমন একজন উদ্যোক্তাকে হারিয়েছে যিনি বাংলাদেশে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় ছিলেন নিবেদিত। গণতন্ত্র ও বাক স্বাধীনতায় তার আস্থা ছিল অবিচল। স্বাধীন গণমাধ্যমের জন্য তিনি ছিলেন শক্তিশালী ভিত্তি।
দেশের স্বনামধন্য শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও লতিফুর রহমানের স্মরণসভায় এসব কথা বলেছেন দ্য ডেইলি স্টার এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।
আজ বিকেল সাড়ে ৫টায় শুরু হওয়া এই স্মরণসভা ও দোয়া মাহফিল দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
লতিফুর রহমানের নাতি জারিফ আয়াত হোসেনের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য রাখেন— এসকেএফের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন হোসেন, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, পেপসিকো এর এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের সাবেক সিইও সঞ্জিব চাড্ডা, এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ঢাকার প্রেসিডেন্ট নিহাদ কবির, দ্য ডেইলি স্টার এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও উদ্যোক্তা রোকিয়া আফজাল রহমান, লতিফুর রহমানের বন্ধু হাসান আশকারি, প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান।
Comments