চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু চোরাচালান বন্ধে বিজিবির টহল জোরদার

গরু চোরাচালান বন্ধে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। ছবি: সংগৃহীত

সীমান্তে গরু চোরাচালান বন্ধে চাঁপাইনবাবগঞ্জে বিজিবির টহল জোরদার ও বিভিন্ন জনসচেতনতামূলক উদ্যোগ নেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া জানান, বর্ষায় নদীর পানি বেড়ে যাওয়া এবং আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সীমান্ত এলাকায় গরু চোরাচালান বাড়তে পারে। বাংলাদেশের ভেতরে যারা এ ধরনের চোরাচালান কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সম্প্রতি তাদের তৎপরতা বেড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে করে চোরাচালান বৃদ্ধিসহ সীমান্তবর্তী এলাকায় বসবাসরত জনসাধারণের জানমাল ও জীবনের নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হয়ে দাঁড়াবে। এছাড়াও কোভিড-১৯ মহামারির মধ্যে আন্তঃ দেশীয় সীমান্ত দিয়ে এ ধরনের অবৈধ পারাপার সংক্রমণ ঝুঁকি আরও বাড়াবে।

তিনি জানান এই অবস্থায়, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সমন্বয় করে মাইকিং এবং স্থানীয় জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধি, কোম্পানি, বিওপি পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় গরুসহ অন্যান্য অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমান্তের চিহ্নিত চোরাকারবারীদের শনাক্ত করে তাদের কাছ থেকে মুচলেকা গ্রহণ ও বিওপিতে নিয়মিত হাজির হওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago