প্রায় ৮ লাখ ভারতীয়কে ফেরত পাঠাতে পারে কুয়েত
কুয়েতের ন্যাশনাল অ্যাসেম্বলিতে পেশ হওয়া নতুন বিলটি পাস হলে দেশটিতে বসবাসকারী ৮ লাখ ভারতীয়কে ফেরত পাঠানো হতে পারে।
আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, ন্যাশনাল অ্যাসেম্বলির আইনি ও সংসদীয় কমিটি খসড়া বিলটি অনুমোদন করেছে। ফলে, ভারতীয়দের এবার কুয়েত ছাড়তে হতে পারে। ওই বিল অনুযায়ী কুয়েতের মোট জনসংখ্যার ১৫ শতাংশ ভারতীয় নাগরিক।
গত জুনে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহ স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, দেশের মোট জনসংখ্যায় বহিরাগতের সংখ্যা ৭০ থেকে কমিয়ে ৩০ শতাংশ করছে কুয়েত সরকার।
জানা গেছে, কুয়েতের মোট ৪৮ লাখ বাসিন্দার মধ্যে ৩৪ লাখই বিদেশি নাগরিক। নতুন আইনের ফলে তাদের বড় অংশকে কুয়েত ছাড়তে হতে পারে। দেশটিতে অবস্থান করা বিদেশিদের মধ্যে ভারতীয়রাই সবচেয়ে বেশি।
করোনার সংক্রমণ বাড়ায় কুয়েত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, কুয়েতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজারের কাছাকাছি।
Comments