গালওয়ান থেকে পিছু হটছে চীনা সেনা: ভারত
লাদাখের গালওয়ান থেকে চীনা সেনা পিছু হটছে বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। উচ্চ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, গালওয়ানে যেখানে চীনা ও ভারতীয় সেনাদের মধ্যে সংঘর্ষ হয় তার কাছাকাছি অবস্থানে থাকা চীনা সেনারা সোমবার তাদের তাঁবু গুটিয়ে নিতে শুরু করেছে।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রগুলো আরও জানায়, চীনের পিপলস লিবারেশন আর্মির গাড়িবহর ওই এলাকা ছাড়তে দেখা গেছে। এ ছাড়াও বিরোধপূর্ণ আরও দুটি সীমান্ত—হট স্প্রিং ও গোগরা থেকেও পিছু হটেছে চীনা সেনারা।
এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাও লিজিয়ান বলেন, ‘সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক করতে দুই পক্ষই কার্যকর ব্যবস্থা নিচ্ছে।’
গত ১৫ জুন গালওয়ানে চীনা সেনার সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর কথা জানায় নয়াদিল্লি। বিনা গুলির সেই লড়াইয়ে আহত হয় ভারতের আরও ৭৬ জওয়ান। সেই সঙ্গে দাবি করা হয় যে চীনেরও ৪৫ জন সেনা হতাহত হয়েছে। তবে বেইজিংয়ের তরফে হতাহতের কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
গত শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাদাখ সফর করেছেন। সেখানে গিয়ে ওই ঘটনায় আহত সেনাদের সঙ্গে দেখা করেছেন তিনি।
লাদাখে বর্তমানে চীনের নিয়ন্ত্রণে থাকা ৩৮ হাজার বর্গকিলোমিটার এলাকাকে নিজের বলে দাবি করে ভারত। অন্যদিকে বেইজিংয়ের দাবি, ভারত তাদের ৯০ হাজার বর্গ কিলোমিটার এলাকা বেদখল করে রেখেছে।
Comments