রেল কর্মকর্তার বিরুদ্ধে সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগ
মৌলভীবাজারে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেল লাইনের পাশ থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ রেলওয়ের শ্রীমঙ্গল ডিভিশনের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী মনিরুল ইসলামের বিরুদ্ধে।
গাছ কাটার ঘটনায় মামলা হবে বলে জানিয়েছেন মৌলভীবাজারের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ অফিসার মোনায়েম হোসেন।
আজ সোমবার শ্রীমঙ্গল রেল স্টেশন ও পার্শ্ববর্তী স মিল থেকে গাছ, গাছের গুড়ি ও ৫০ ফুট কাঠ জব্দ করে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
মোনায়েম হোসেন বলেন, ‘রেলওয়ের নিরাপত্তা কাজের নাম করে রেলওয়ের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম লাউয়াছড়া থেকে আমাদের না জানিয়ে গাছ কেটেছেন। আমরা অভিযান চালিয়ে আরও গাছ জব্দ করেছি৷ জব্দকৃত গাছ পরিমাপের পর প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করা হবে৷’
এদিকে, লাউয়াছড়ায় গাছ কাটার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে লাউয়াছড়া বন ও জীব বৈচিত্র্য রক্ষা আন্দোলন। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে সংগঠনটি।
লাউয়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক শামসুল হক বলেন, ‘এটিই প্রথম নয়, লাউয়াছড়া জাতীয় উদ্যানের গাছ প্রায়ই চুরি হয়। কেউ গাছ কেটে নিয়ে যান। কেউ খবর রাখে না। আমরা অনেক সময় জানতেও পারি না।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকালে রেলওয়ের শ্রমিকরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইন রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন, এসময় রেললাইনের পাশ থেকে দুটি বনাট ও চিকরাশি গাছ কেটে নেয় শ্রমিকরা৷ রেলওয়ের সিনিয়র উপ- সহকারী প্রকৌশলীর নির্দেশেই গাছগুলো কেটে নেয়া হয়েছে বলে জানায় রেলওয়ে শ্রমিকরা ৷ পরে কাটা গাছগুলো একটি মালবাহী ট্রেলার দিয়ে শ্রীমঙ্গল রেলস্টেশনে নিয়ে যাওয়া হয়৷’
এ ব্যাপারে জানতে চাইলে রেলওয়ের সিনিয়র উপসহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, ‘গতকাল আমি সেখানে ছিলাম না, আমি উচ্ছেদ অভিযানে ছিলাম সিলেটে। আমার স্টাফরা গাছগুলো কেটেছে কিন্তু এখন কেউ স্বীকার করছে না ৷’
Comments