করোনা আপডেট: সাতক্ষীরা, চাঁদপুর

Coronavirus-1.jpg
করোনাভাইরাস। ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যা এ জেলায় একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা এবং গত দুদিন এ জেলায় কেউ করোনায় আক্রান্ত হননি। চাঁদপুরে আরও ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে আইসোলেশন ইউনিটে মারা তিন ব্যক্তির রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে চাঁদপুরে করোনায় মৃতের সংখ্যা ৬৫ জনে দাঁড়ালো।

আজ সোমবার দ্য ডেইলি স্টারের স্থানীয় সংবাদদাতারা এসব তথ্য জানান।

সাতক্ষীরায় আরও ২৩ জনের করোনা শনাক্ত

গত দুই দিন সাতক্ষীরায় কোনো করোনা রোগী শনাক্ত না হলেও গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সাতক্ষীরায় করোনা আক্রান্তের সংখ্যা হলো ২১৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯৭ জন এবং মারা গেছেন চার জন।

আজ জেলা সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার এ তথ্য নিশ্চিত করেন।

ডা. জয়ন্ত সরকার জানান, গত দুইদন সাতক্ষীরায় কোনো করোনা পজিটিভ রোগী ছিল না। আজ ২৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ছয় জন,তালায় তিন জন, দেবহাটায় একজন, শ্যামনগরে চার জন, কলারোয়ায় তিন জন, ও কালীগঞ্জে ছয় জন আছেন।

তিনি আরও জানান, নতুন শনাক্তদের সবাই বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। তাদের বাড়ি লাল পতাকা টানিয়ে লকডাউন করার প্রক্রিয়া চলছে।

ডা. জয়ন্ত সরকার জানান, সাতক্ষীরা জেলায় এ পর্যন্ত দুই হাজার ৩৮০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইসিডিআর, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ও যশোর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম কেন্দ্রে পাঠানো হয়। এর মধ্যে এক হাজার ৬০৮টি প্রতিবেদন এসেছে। এতে ২১৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

চাঁদপুরে  আরও ৫৮ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে আরও ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ২২ জন (মৃত একজনসহ),  শাহরাস্তিতে চার জন, ফরিদগঞ্জে ১১ জন (মৃত দুজনসহ), হাজীগঞ্জে তিন জন, কচুয়ায় চার জন, হাইমচরে দুজন, মতলব দক্ষিণে নয় জন ও মতলব উত্তরে তিন জন।

আজ চাঁদপুর সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আজ সকালে ও দুপুরে দুই দফায় ১৫৭টি প্রতিবেদন আসে। এর মধ্যে ৫৮টি পজিটিভ। বাকি ৯৯টি নেগেটিভ। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১০১ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৬৫ জন।’

উপজেলা ভিত্তিক রোগীর সংখ্যা- চাঁদপুর সদরে ৪৩৯ জন, মতলব দক্ষিণে ১২৫ জন, শাহরাস্তিতে ১০৯ জন, হাজীগঞ্জে ১০৫ জন, ফরিদগঞ্জে ১২১ জন, হাইমচরে ৭৯ জন, কচুয়ায় ৫০ জন এবং মতলব উত্তরে ৭৩ জন।

জেলায় করোনায় মৃত ৬৫ জনের মধ্যে চাঁদপুর সদরে ১৯ জন,  হাজীগঞ্জে ১৬ জন, ফরিদগঞ্জে নয় জন, কচুয়ায় পাঁচ জন, মতলব উত্তরে আট জন, শাহরাস্তিতে চার জন, মতলব দক্ষিণে তিন জন এবং হাইমচরে একজন আছেন।

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

4h ago