বান্দরবানে অতর্কিত হামলায় জেএসএস সংস্কার দলের ৬ জন নিহত
বান্দরবান সদরে অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে জেএসএস এমএন লারমা (সংস্কার) দলের ছয় জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিন জন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বান্দরবান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. রেজা সারোয়ার। তিনি বলেন, ‘এ ঘটনায় যারা নিহত হয়েছেন, আমরা তাদের মরদেহ উদ্ধার করেছি। আর আহতদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
‘কারা এই হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে’, বলেন পুলিশের এই কর্মকর্তা।
তবে, জেএসএস এমএন লারমা (সংস্কার) দলের বান্দরবান ইউনিটের সম্পাদক উবা মং মারমার দাবি, জেএসএস দল এই হামলা চালিয়েছে।
Comments