তবুও লা লিগা শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন বার্সা কোচ
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থগিত থাকা লিগ ফের শুরুর পর এখন পর্যন্ত সবগুলো ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও তাতে নানা বিতর্ক রয়েছে। কিন্তু পরিষ্কার ৪ পয়েন্টের ব্যবধান গড়েছে তারা। পাশাপাশি মুখোমুখি লড়াইয়েও এগিয়ে দলটি। আর লিগে বাকি রয়েছে আর মাত্র চার রাউন্ড। কিন্তু এখনও লা লিগা শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছেন বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন।
'অবশ্যই আমরা লা লিগার শিরোপা জিততে পারি।' কাতালান ডার্বিতে এস্পানিয়লের বিপক্ষে মাঠে নামার আগে বেশ জোর দিয়েই বললেন বার্সেলোনা কোচ সেতিয়েন।
আর স্বপ্ন দেখার কারণটাও জানিয়েছেন এ কোচ, 'বাস্তবতা ও অংক কিন্তু এমনটাই প্রমাণ করে। এটা সহজ নয় তবে আপনাকে অবশ্যই আশা ধরে রাখতে হবে শেষ পর্যন্ত। আমাদের অবশ্যই নিজেদের নিয়ে ভাবতে হবে এবং সবগুলো ম্যাচ জিততে হবে। ভাবতে হবে অবশ্যই কোনো সুযোগ রয়েছে। যাই করবো তাই আমাদের পরবর্তী প্রতিযোগিতায় (চ্যাম্পিয়ন্স লিগ) কাজে লাগবে।'
ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বুধবার রাতে এস্পানিয়লের বিপক্ষে মাঠে নামবে সেতিয়েনের দল। সে ম্যাচে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্যেই মাঠে নামছে তারা। ম্যাচ জিতে রিয়ালের উপর চাপ অব্যাহত রাখতে চায় দলটি। ভিয়ারিয়ালের বিপক্ষে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে আতোঁয়ান গ্রিজমানের রসায়ন বেশ জমেছিল। ৪-৩-১-২ পদ্ধতিতে খেলা সে ম্যাচই এখন পর্যন্ত সেতিয়েনের অধীনে খেলা সেরা ম্যাচ ভাবছেন বিশেষজ্ঞরা।
তবে গণমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে ছাঁটাই হওয়ার ঝুঁকিতে রয়েছেন সেতিয়েন। যদিও ভিয়ারিয়ালের বিপক্ষে ৪-১ গোলের জয়ে কিছুটা স্বস্তি ফিরেছে তার। তবে নিজে নিয়ে ভাবছেন না বলেই জানিয়েছেন বার্সা কোচ।
Comments