১১৯ বিজিবি সদস্যের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ

virtual_court-1.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ১১৯ সদস্যের মুক্তিযোদ্ধা মর্যাদা বাতিল করার সরকারি সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার হাইকোর্টের এক আদেশে এ কথা জানানো হয়।

চলমান বন্ধের পরে, আদালত পুনরায় চালু না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ থাকবে বলে আদেশে জানানো হয়েছে।

১১৯ বিজিবি সদস্যের মুক্তিযোদ্ধা মর্যাদা বাতিলের সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দুটি পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন।

রিট আবেদনকারীদের আইনজীবী আবদুল কাইয়ুম দ্য ডেইলি স্টারকে বলেন, সরকার তাদের আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ না দিয়ে এ সিদ্ধান্ত দেওয়ায়, হাইকোর্ট এর ওপর স্থগিতাদেশ দিয়েছেন।

তিনি আরও জানান, কাগজপত্র যাচাই-বাছাই করেই তাদেরকে গেজেট প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

এর আগে, জাল নথিপত্রের অভিযোগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গত ৮ জুন এই ১১৯ জনসহ এক হাজার ১৩৪ বিজিবি সদস্যের মুক্তিযোদ্ধা মর্যাদা বাতিল করে একটি গেজেট প্রজ্ঞাপন জারি করে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৬তম সভায় গত বছর ১০ ডিসেম্বর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা যায়।

আজ রিট আবেদনের ভার্চুয়াল শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস রাষ্ট্রপক্ষের প্রতিনিধিত্ব করেন।

Comments

The Daily Star  | English
sirens sound in israel after iran missile attack

Iran fires new missile salvo at Israel: state TV

Trump to decide within two weeks on possible military involvement

21h ago