করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সেলিম চৌধুরী
প্রখ্যাত সংগীতশিল্পী সেলিম চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল জ্বরসহ অন্যান্য উপসর্গ নিয়ে তিনি নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন বলে দ্য ডেইলি স্টারকে আজ মঙ্গলবার জানান তিনি।
সেলিম চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর গত শনিবার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেই। তারপর সোমবার হাসপাতালে ভর্তি হই। ভর্তির পর সেদিনই কোভিড-১৯ পজিটিভ হিসেবে রিপোর্ট আসে।’
আক্রান্ত হওয়ার আগে তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে ছিলেন জানিয়ে তিনি বলেন, ‘এখন কিছুটা ভালো বোধ করছি। সবার দোয়ায় দ্রুত সুস্থ হয়ে ফিরব বলে আশা করছি।’
নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. নাজমুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘তিনি হাসপাতালে কোভিড-১৯ রোগীদের জন্য বিশেষায়িত অংশে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল আছে।’
Comments