ক্রেডিট কার্ড জালিয়াতি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ক্রেডিট কার্ড জালিয়াতি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেছেন বলে আজ বৃহস্পতিবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেপ্তার চার জন হলেন— মো. নিজাম উদ্দিন (২২), মো. রেহানুর হাসান রাশেদ (২০), আনোয়ার পারভেজ (২২) ও আল-আমিন (২২)। তাদের মধ্যে তিন জন ক্রেডিট কার্ডের তথ্য চুরির সঙ্গে সরাসরি জড়িত। অপরজন পণ্য রিসিভ করার কাজে নিয়োজিত ছিলেন।

সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের কাছ থেকে দুইটি ল্যাপটপ, আটটি মুঠোফোন, একটি হার্ডডিস্ক, ১৬টি ব্যাংক কার্ড, ২৬টি স্বর্ণের বাকসোসহ নগদ এক লাখ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চালডাল ডটকমের অভিযোগের সূত্র ধরে জালিয়াতির ঘটনাটি উদঘাটন করে সিআইডির সাইবার পুলিশ। তাদের তদন্তে দেখা যায়, এই চক্রটি নিয়মিত অন্য ব্যক্তির মালিকানাধীন আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করে চালডাল ডটকম থেকে কেনাকাটা করেছে। ক্রেডিট কার্ড থেকে চক্রটি নিয়মিত লেনদেন করলেও এর প্রকৃত মালিক বিষয়টির সম্পর্কে অন্ধকারেই থেকে যান। এ ছাড়াও, আরও বিভিন্ন অনলাইন শপ থেকে কার্ড জালিয়াতির মাধ্যমে কেনাকাটা করেছে চক্রটি।

সিআইডির তদন্তে জানা যায়, প্রকৃত ক্রেডিট কার্ড হোল্ডারের পিন নম্বরসহ গোপন তথ্য চুরির মাধ্যমে চক্রটি এ জালিয়াতি করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৭ জুলাই ওই চার জনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিরা ইতোমধ্যে দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

Comments

The Daily Star  | English

Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

55m ago