এখনো অবসরের কথা ভাবছেন না ধোনি

ছবি: এএফপি

বিশ্বকাপে ভারত বিদায় নেওয়ার পর আর কোন ধরণের ক্রিকেটে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে। এক বছর থেকে ক্রিকেটের বাইরে থাকা ভারতীয় সাবেক এই অধিনায়ক খেলা ছেড়ে দেওয়ার ঘোষণাও দেননি। গত মঙ্গলবার তিনি পা রেখেছেন ৩৯ বছরে। তার ম্যানেজার জানিয়েছেন, অবসর নিয়ে এখনো ভাবছেন না ভারতের সফলতম অধিনায়ক।

করোনাভাইরাসের মহামারির মধ্যে এমনিতেই মাঠের ক্রিকেট বন্ধ। এই সময়টায় অনেক ক্রিকেটারকে বিভিন্ন গণমাধ্যমে কথা বলতে দেখা গেল ধোনি ছিলেন নিরব। সোশ্যাল মিডিয়ায় ধোনির খবর মাঝে মাঝে মিলেছে তার স্ত্রীর কাছ থেকে।

এবার তার ম্যানেজার মিহির দিওয়াকর সংবাদ সংস্থা পিটিআইকে পরিষ্কার করে জানিয়েছেন, অবসর নিয়ে এখনো কোন ভাবনা নেই ধোনির, ‘বন্ধু হিসেবে আমরা ক্রিকেট নিয়ে কথা বলিনি না। কিন্তু তাকে দেখে মনে হয়েছে সে অবসর ইন্যে ভাবছে না।’

‘আইপিএল খেলতে সে মুখিয়ে আছে। এজন্য কঠোর পরিশ্রম করছে। করোনায় সব বন্ধ হওয়ার আগে সে চেন্নাইতে এক মাস আগে গিয়েছিল।’

নিজের বাগানবাড়িতে করোনার সময়টা পার করছেন ধোনি। ফিটনেস ঠিক রেখে এখান থেকেই নিজেকে তৈরি করছেন বলে জানালেন দিওয়াকর, ‘বাগানবাড়িতে থেকেই ফিটনেস নিয়ে কাজ করছে। সব কিছু নির্ভর করছে কত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয় তার উপর।’

Comments

The Daily Star  | English

'Our task is to tell the truth in transparent, compelling way'

Says CA’s press secretary on Trump’s comment on Bangladesh

5h ago