পাচারের সময় চট্টগ্রাম থেকে স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

পাচারের সময় চট্টগ্রাম থেকে তিনটি স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। গতকাল বুধবার রাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ৮নং প্লাটফর্ম থেকে কনক চন্দ্র বণিক (৪০) নামের ওই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
তার কাছ থেকে উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৬৫ ভরি। এর বাজার মূল্য ৩৩ লাখ ৩৩ হাজার টাকার বেশি বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘স্বর্ণ গলিয়ে এগুলোকে বারে রূপান্তরিত করা হয়েছে। চট্টগ্রাম হাজারীগলিতে থেকে এগুলো ফেনী সীমান্ত দিয়ে পাচার করার কথা ছিল।’
‘প্লাটফর্মে টহলের সময় কনকের আচরণ দেখে সন্দেহ হলে পুলিশ তাকে চ্যালেঞ্জ করে এবং পালাবার চেষ্টাকালে আটক করে। খবর পেয়ে রেল পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসেন এবং তাদের সামনে কনকের দুই পায়ে এংকলেট দিয়ে বাধা অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়,’ বলে যোগ করেন ওসি মোস্তাফিজ।
তিনি আরও বলেন, ‘হাজারীগলির একটি চক্র এই স্বর্ণ চোরাচালানে জড়িত বলে আমরা জানতে পেরেছি। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।’
Comments