কুমিল্লার করোনামুক্ত ২৭ পুলিশ সদস্য প্লাজমা দিতে ঢাকায়

কুমিল্লা জেলা পুলিশের করোনামুক্ত ২৭ পুলিশ সদস্য করোনা রোগীর চিকিৎসা সহায়তায় বাংলাদেশ পুলিশের ব্লাড ব্যাংকে প্লাজমা ডোনেট করছেন।
ছবি: সংগৃহীত

কুমিল্লা জেলা পুলিশের করোনামুক্ত ২৭ পুলিশ সদস্য করোনা রোগীর চিকিৎসা সহায়তায় বাংলাদেশ পুলিশের ব্লাড ব্যাংকে প্লাজমা ডোনেট করছেন।

আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লা পুলিশ লাইনসে অনুষ্ঠিত এক সভায় ওই পুলিশ সদস্যদের আনুষ্ঠানিকভাবে ঢাকার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

জেলা পুলিশ সুপার কার্যালয়ের তথ্য মতে, করোনা মহামারিতে দ্বায়িত্ব পালনের সময় জেলা পুলিশের ১৮৬জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৭৪ জন সুস্থ হয়ে কাজে যোগদান করেছেন। তাদের ২৭ জনের শরীরে এন্টিবডি পাওয়া গেছে।

জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম প্লাজমা দানকারীদের রক্ত করোনায় আক্রান্ত জটিল রোগীর প্রাণ বাঁচাতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেন।

ওই সভায় অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওই সভা শেষে ২৭ পুলিশ সদস্যকে কুমিল্লা পুলিশ লাইন্স থেকে বাস যোগে ঢাকায় পাঠানো হয়।

‘করোনায় জয়ী পুলিশের প্লাজমায় বাঁচুক অন্যের জীবন, জাগ্রত মানবতায় দৃঢ় হউক পুলিশ জনতার বন্ধন।’ এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলা পুলিশের ২৭ জন করোনা জয়ী এন্টিবডি পজিটিভ পাওয়া পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশের ব্লাড ব্যাংকে প্লাজমা ডোনেট করেছেন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago