লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় ঢামেক চিকিৎসকের মৃত্যু

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে লালমনিরহাটের আদিতমারীতে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) চিকিৎসক এ এফ এম গোলাম আম্বিয়া আদিল মারা গেছেন।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটার দিকে মোটরসাইকেল যোগে রংপুর থেকে নিজ বাড়ি আদিতমারী উপজেলার খাতাপাড়া যাওয়ার পথে তিনি এই দুর্ঘটনার শিকার হন।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত চিকিৎসক আদিল খাতাপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে।
পুলিশ জানান, দুপুর সাড়ে তিনটার দিকে মোটরসাইকেলে করে ডা. আদিল বাড়ি ফিরছিলেন। তার মোটরসাইকেলটি আদিতমারীর বুড়িরবাজারে পৌঁছলে বিপরীত দিকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারাত্মক আঘাত পান তিনি। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. নুরুল আমিন বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।’
নিহত ডা. আদিল দেড় বছর আগে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে কর্মরত ছিলেন। সেখান থেকে বদলি হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করেন তিনি। সম্প্রতি নিয়োগপ্রাপ্ত চিকিৎসকের তালিকায় রয়েছেন স্ত্রী।
তার স্ত্রী বর্তমানে সৈয়দপুর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কর্মরত রয়েছেন।
এক বছর আগে তাদের বিয়ে হয়েছিল বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
Comments