সিউলের নিখোঁজ মেয়রের খোঁজে পুলিশের অভিযান
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের মেয়র পার্ক ওন-সুনের (৬৪) নিখোঁজের খবর পেয়ে পুলিশ তার খোঁজে অভিযান শুরু করেছে।
আজ বৃহস্পতিবার দেশটির এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা জানান, আজ মেয়র পার্কের নিখোঁজ হওয়ার বিষয়ে তার মেয়ে অভিযোগ করেন। এরপর থেকে তাকে খুঁজতে অভিযান শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, ২০১১ সালে পার্ক সিউলের মেয়র নির্বাচিত হন। এরপর, ২০১৪ ও ২০১৮ সালেও তিনি পুনরায় মেয়র নির্বাচিত হয়েছিলেন।
Comments