রিজেন্টের সাহেদের ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ। ছবি: সংগৃহীত

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফটিইউ) সব ব্যাংককে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সাহেদ ও তার সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য ফ্রিজ থাকবে।

মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ক্ষমতাবলে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এসব ব্যাংক হিসাবের লেনদেনের সমস্ত তথ্য পাঁচ কার্যদিবসের মধ্যে বিএফটিইউকে সরবরাহ করতে ব্যাংকগুলোকে নির্দেশনাও দেওয়া হয়েছে।

সাহেদ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে আগে কোনো ব্যাংক হিসাব থাকলে সেগুলোর তথ্যও চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Comments

The Daily Star  | English
Army given magistracy power

Army given magistracy power for 60 days

An officer with magistracy power can arrest and send an individual to jail

2h ago