করোনা শঙ্কায় অনুশীলনে নেই ভিনিসিয়ুস
আর মাত্র ৮ পয়েন্ট চাই। তাহলে লা লিগার শিরোপা ফের উদ্ধার করবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তাই বার্সেলোনা থেকে এগিয়ে থাকলেও নিজেদের প্রতিটি ম্যাচই বেশ গুরুত্বপূর্ণ তাদের জন্য। কিন্তু এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার অনুশীলনে আসেননি দলের তরুণ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ধারণা করা হচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এ ব্রাজিলিয়ান। বিষয়টি নিজেই জানিয়েছেন দলের প্রধান কোচ জিনেদিন জিদান।
বর্তমানে রিয়ালে অন্যতম আলোচনার বিষয়ে আছেন আরেক তরুণ লুকা ইয়োভিচ। ক্লাবের নীতি ভেঙে করোনাভাইরাসে আক্রান্ত এক বন্ধুর সঙ্গে দেখা করে বর্তমানে আইসোলেশনে আছেন তিনি। এর আগেও বেশ কয়েকবার শৃঙ্খলাজনিত কারণে শিরোনাম হয়েছেন তিনি। তাই সংবাদ সম্মেলনে তার প্রসঙ্গে প্রশ্ন করতেই জিদান জানান, ইয়োভিচকে নিয়ে ভাবছেন না তিনি, তার ভাবনায় ভিনিসিয়ুস।
এরপর কারণ ব্যাখ্যা করেন এ ফরাসি কোচ, 'চিকিৎসকরা আমাকে জানিয়েছে তার পরীক্ষাটা ভালো হয়নি এবং আমাদের আরও একবার পরীক্ষা করতে হবে। মাঝেমধ্যে ভুল হতে পারে। এসব হয়। এখন যেটাই ঘটুক, খেলোয়াড় খেলতে পারবে না। আমি আশা করছি এসব কিছুই না এবং সে আমাদের সঙ্গে শুক্রবারের ম্যাচে থাকবে। তবে বৃহস্পতিবার বিকেলে আমরা তার ফলাফল পাবো।'
দুই মৌসুম পর আবারও লা লিগা শিরোপা জয়ের খুব কাছে রিয়াল। দলের বর্তমান অবস্থায় ভিনিসিয়ুস বেশ জরুরী একজন খেলোয়াড়। তার উপর এডেন হ্যাজার্ড ইনজুরির কারণে থাকতে পারছেন না। আর সাম্প্রতিক সময়ে নিজেকে দারুণভাবে প্রমাণ করেছেন ভিনিসিয়ুস। তাই শেষ পর্যন্ত যদি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যান ভিনিসিয়ুস তাহলে ক্লাবটির জন্য কিছুটা হলে ধাক্কার।
Comments