নতুন মানচিত্রের প্রতিবাদে নেপালকে ভারতের কূটনৈতিক বার্তা

তিনটি নতুন এলাকা অর্ন্তভূক্ত করে নেপালের নতুন মানচিত্রের প্রতিবাদে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কূটনৈতিক বার্তা পাঠিয়েছে নয়াদিল্লি।
আজ বৃহস্পতিবার নেপালের পার্লামেন্টের এক সদস্যের বরাত দিয়ে কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
নেপালের পার্লামেন্টের ডেলিগেটেড রাইটস ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্মেন্ট অ্যাশিওরেন্স কমিটির সদস্য নারায়ণ বিদারি জানান, গত ২৪ জুন নেপালকে একটি কূটনৈতিক বার্তা পাঠিয়েছে দিল্লি। পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় কমিটির বৈঠকে এটি জানানো হয়েছে।
বিদারি বলেন, ‘নেপালের দাবির প্রতিবাদ জানিয়ে ভারত গত ২৪ জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোমেটিক নোট পাঠায়। আমরা ওই বার্তার একটি অনুলিপি হাতে পেয়েছি।’
কাঠমান্ডু পোস্ট জানায়, ভারতের থেকে পাঠানো ওই বার্তায় কী বলা হয়েছে এ নিয়ে ভারত কিংবা নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানায়নি।
নেপালের নতুন মানচিত্রে লিপুলেখ পাস, লিম্পিয়াধুরা ও কালাপানি অঞ্চলগুলোকে নিজেদের বলে দাবি করে ভারত।
গত ২০ মে নেপালের নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে কে পি শর্মা অলি সরকার। নতুন মানচিত্রের জন্য সংবিধান সংশোধন বিলে পার্লামেন্টের উভয়কক্ষই সম্মতি জানিয়েছে।
নতুন মানচিত্র প্রকাশের কয়েক ঘণ্টা পরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এক বিবৃতিতে নেপালের এই সিদ্ধান্তকে ‘একপাক্ষিক’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘এটির কোনো ঐতিহাসিক তথ্য ও প্রমাণের ভিত্তি নেই।’
শ্রীবাস্তব বলেন, ‘নেপালের কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরা সহ নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ- কূটনৈতিক সংলাপের মাধ্যমে অনিষ্পন্ন সীমান্ত ইস্যু সমাধানের জন্য দ্বিপক্ষীয় যে বোঝাপড়া ছিল সেটির বিরোধী।’
তবে, নভেম্বর থেকে কূটনীতিক সংলাপের জন্য তারিখ চেয়ে দিল্লির কাছে নেপাল থেকে পাঠানো চিঠির কথা উল্লেখ করেননি তিনি।
Comments