১৩, ১৪ জুলাই থেকে দুবাই-আবুধাবিতে বিমানের ফ্লাইট

biman-logo.jpg

আগামী ১৩ ও ১৪ জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে।

১৩ জুলাই থেকে ঢাকা-দুবাই-ঢাকা রুটে সপ্তাহে সোম, বৃহস্পতি ও শনিবার এবং ১৪ জুলাই থেকে ঢাকা-আবুধাবি-ঢাকা রুটে সপ্তাহে মঙ্গল, বুধ ও শুক্রবার নিয়মিত ফ্লাইট চলবে।

তবে ভিজিট ভিসাধারীদের কোভিড-১৯ পরীক্ষা রিপোর্ট আবশ্যই সঙ্গে রাখতে হবে।

গতকাল বৃহস্পতিবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো নয়।

Comments

The Daily Star  | English

Sinner dethrones Alcaraz to capture maiden Wimbledon crown

Jannik Sinner downed Carlos Alcaraz 4-6, 6-4, 6-4, 6-4 on Sunday to win his first Wimbledon title, gaining sweet revenge for his painful defeat in the French Open final.

23m ago