করোনায় ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা লোকমান হোসেন মৃধা (৭৬) মারা গেছেন।
লোকমান হোসেন মৃধা। ছবি: সংগৃহীত

করোনা আক্রান্ত হয়ে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা লোকমান হোসেন মৃধা (৭৬) মারা গেছেন।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকার মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফরিদপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

লোকমান হোসেনের মরদেহ ফরিদপুরে দাফন করা হবে বলেও জানান তিনি।

লোকমান হোসেন বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্ট, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন বলে জানান তার ব্যক্তিগত সচিব রেজাউল করিম।

তিনি বলেন, ‘গত ২৩ জুন লোকমান হোসেনের করোনা শনাক্ত হয় এবং ২৫ জুন চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।’

লোকমান হোসেন মৃধা ফরিদপুর শহরের টেপাখোলা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।

তার মৃত্যুতে জাতীয় সংসদের উপ নেতা সৈয়দা সাজেদা চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ ও আব্দুর রহমান, ফরিদপুর-৩ সদর আসনের সাংসদ খন্দকার মোশাররফ হোসেন শোক প্রকাশ করেছেন।

Comments

The Daily Star  | English
Dhaka Metro rail transported 3.35 lakh commuters since opening

Metro rail: Dhaka University and Bijoy Sarani stations to open Dec 13

The Dhaka University and Bijoy Sarani stations of the metro rail service will open for public on December 13

27m ago