ভারতীয় নিউজ চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছে নেপাল

দূরদর্শন ছাড়া সব ভারতীয় নিউজ চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছে নেপাল।
TV-1.jpg
ছবি: সংগৃহীত

দূরদর্শন ছাড়া সব ভারতীয় নিউজ চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছে নেপাল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এ বিষয়ে নেপাল সরকারের পক্ষ থেকে কোনো সরকারি আদেশ জারি করা হয়নি।

নেপালের চ্যানেল অপারেটর মেগা ম্যাক্স টিভির ধ্রুব শর্মা বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘আমরা আজ (শুক্রবার) সন্ধ্যা থেকে ভারতীয় সব চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছি।’

আজ নেপালের সাবেক উপপ্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন নেপাল কমিউনিস্ট পার্টির (এনসিপি) মুখপাত্র নারায়ণ কাজী শ্রেষ্ঠ ভারতীয় গণমাধ্যমে নেপাল সরকার ও প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রোপাগান্ডা’ নিয়ে মন্তব্য করার কয়েক ঘণ্টা পর নেপালের মাল্টি সিস্টেম অপারেটরদের (এমএসও) পক্ষ থেকে এমন ব্যবস্থা নেওয়া হয়।

গত মে মাসে ভারতের দাবি করা তিনটি সীমান্ত অঞ্চলকে যোগ করে একটি নতুন মানচিত্র প্রকাশ করে কাঠমান্ডু। এরপরই দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।

Comments

The Daily Star  | English

Deadline for tax return filing extended by two months

The National Board of Revenue (NBR) extended the deadline today for the submission of income tax returns for individual taxpayers by two months to the end of January next year, according to an order issued today.

1h ago