চলে গেলেন রাবির সাবেক অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য

ড. শিশির ভট্টাচার্য। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণিত বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড.শিশির কুমার ভট্টাচার্য (৮০) মৃত্যুবরণ করেছেন।

আজ শুক্রবার সকাল ৯টায় রাজশাহীতে নিজ বাসভবনে তিনি মারা যান। রাবি গণিত বিভাগের সভাপতি ড. জুলফিকার আলি দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

গণিত বিভাগ সূত্র জানায়, বিশিষ্ট গণিতবিদ ড. শিশির ভট্টাচার্য ১৯৬৫ সালে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে প্রভাষক পদে যোগ দেন। ৪০ বছর শিক্ষকতা শেষে ২০০৫ সালে তিনি অবসরে যান।

ড. ভট্টাচার্য ১৯৮০ সালে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে জ্যোতির্পদার্থবিজ্ঞান (এস্ট্রোফিজিক্স) বিষয়ে পি.এইচডি. ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৯ সালে বাংলা একাডেমীর ‘মেহের কবীর পুরস্কার’ অর্জন করেন। গণিত ছাড়াও তিনি মহাবিশ্ব ও মহাজাগতিক বিষয়ের ওপর বেশ কিছু বই রচনা করেছেন। তার বেশ কিছু গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে।

অধ্যাপক ড. শিশির কুমার ভট্টাচার্যের মৃত্যুতে রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ও উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া শোক প্রকাশ করেছেন।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago