আবারও বন্যার কবলে সুনামগঞ্জ, বিপৎসীমার উপরে বইছে সুরমা

Flood_Moulavibazar.jpg
ছবি: সংগৃহীত

আবারও বন্যার কবলে পড়েছে সুনামগঞ্জ। আজ শনিবার সকাল থেকে সুরমা নদীর পানি বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যাদুকাটা নদীর পানি বিপৎসীমার ১৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে এর চেয়েও বেশি বৃষ্টি হয়েছে মেঘালয় ও চেরাপুঞ্জিতে। ভারী বর্ষণ ও উজানের পানিতে জেলাজুড়ে বন্যা দেখা দিয়েছে। দুর্ভোগে পড়েছেন সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারা, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর এলাকার বাসিন্দারা।’

সুনামগঞ্জ শহরের নবীনগর এলাকার বাসিন্দা মিনা রাণী দাস বলেন, ‘ঘরে চাল নেই, চুলাও ডুবে গেছে। চুলা মেরামত করার মানুষ খুঁজে পাচ্ছি না। লাকড়িও পাচ্ছি না। কী যে করি! কোথায় যাই! সকালে বাচ্চাদের রুটি দিয়েছিলাম। দুপুরে, রাতে কী খাওয়াবো জানি না।’

শহরের পশ্চিম তেঘরিয়া এলাকার সাবের মিয়া বলেন, ‘গতকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। রাতেও একটানা বৃষ্টি হয়েছে, আজ সকালে ঘুম থেকে উঠে দেখি রাস্তায় পানি চলে এসেছে, যদি এ রকম বৃষ্টি অব্যাহত থাকে তাহলে আবার ঘরে পানি উঠবে। গত সপ্তাহ পর্যন্ত ঘরে পানি ছিল।’

এ প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, ‘জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে সদর ১২টি তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে।’

Comments