করোনা ও ডেঙ্গুতে মারা গেলেন জাপার নেতা খালেদ আখতার
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় পার্টির (জাপা) সাবেক প্রেসিডিয়াম মেম্বার ও হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) খালেদ আখতার মারা গেছেন। আজ শনিবার দুপুরে দলের চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আজ সকাল ৬টার দিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরে তাকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এক মাস আগে খালেদ আখতার ডেঙ্গুতে আক্রান্ত হন। এরপর তার কোভিড-১৯ পজিটিভ আসে।’
১৯৮৬ সালে খালেদ আখতার এরশাদের ব্যক্তিগত সচিব হিসেবে জাতীয় পার্টিতে যোগ দেন। এরপর তাকে তাকে কোষাধ্যক্ষ ও প্রেসিডিয়াম মেম্বার করা হয়। এরশাদের মৃত্যুর পরে দলের নবম জাতীয় কাউন্সিলে তাকে প্রেসিডিয়াম মেম্বার পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
জীবদ্দশায় এরশাদ তার সব সম্পত্তি ট্রাস্টের অধীনে দান করেন। সেই ট্রাস্টের চেয়ারম্যান করা হয় খালেদ আখতারকে।
তার মৃত্যু শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ।
Comments