কুমিল্লায় ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় ওয়ার্ড কাউন্সিলরসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা কোটবাড়ি এলাকায় গতকাল ব্যবসায়ী আকতার হোসেনের নিহতের ঘটনায় কুমিল্লা সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেনসহ দশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ শনিবার কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক কমল চন্দ্র পাল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আকতার হোসেনের স্ত্রী রেখা বেগম কাউন্সিলর আলমগীর হোসেনকে প্রধান আসামি করে দশ জনের বিরুদ্ধে মামলা করেছেন। গতকাল আকতার হোসেনের মৃত্যুর পর আলমগীর হোসেনের তিন ভাই আমির হোসেন, জাহাঙ্গীর হোসেন ও বিল্লাল হোসেনকে কুমিল্লা সদর দক্ষিণ থানার পুলিশ আটক করে। আলমগীর পলাতক আছেন। তাকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক সালাউদ্দিন আল মাহমুদ জানান, আটককৃত তিন জনকে আজ শনিবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করলে, আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।
আরও পড়ুন:
কুমিল্লায় কাউন্সিলরের হামলায় ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ
Comments