সাতক্ষীরায় কৃষকের রহস্যময় মৃত্যু, মরদেহ উদ্ধার
সাতক্ষীরার পাটকেলঘাটার এক কৃষকের রহস্যময় মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে পাটকেলঘাটার তৈলকুপি গ্রামের একটি বিল থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
নিহত কৃষকের নাম রাশেদুল ইসলাম সরদার (৪০)। তিনি তৈলকুপি গ্রামের বাসিন্দা।
নিহতের স্ত্রী চায়না বেগম বলেন, ‘গতকাল রাতে আমার স্বামী বাড়ির পাশে ডুরিরবিলে সবজি ও মৎস্য খামারে যান। আজ সকালে তিনি বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে দুপুরে স্থানীয় দুই কৃষক রক্তাক্ত মরদেহ ডুরিরবিলে পড়ে থাকতে দেখে আমাকে জানানোর পরে পুলিশকে অবহিত করি। পুলিশ এসে আমার স্বামীর মরদেহ উদ্ধার করে।’
পাটকেলঘাটার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহেদ মুর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহতের শরীরে কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন আছে। ওসব স্থান দিয়ে রক্ত ঝরছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হবে। তবে, নিহতের বাড়ি থেকে বিকেল চারটা পর্যন্ত কেউ অভিযোগ করেনি।’
তিনি আরও জানান, ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার মৃত্যুর আসল তথ্য জানা যাবে। তবে রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।
Comments