হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের সিদ্ধান্তে ‘কষ্ট’ পেয়েছেন পোপ ফ্রান্সিস
ইস্তাম্বুলের ঐতিহাসিক হায়া সোফিয়া জাদুঘরকে মসজিদে রূপান্তরের সিদ্ধান্তে ‘কষ্ট’ পাওয়ার কথা জানিয়েছেন পোপ ফ্রান্সিস।
রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আজ রবিবার সেন্ট পিটারস স্কয়ারে দেওয়া সাপ্তাহিক ভাষণে পোপ বলেন, ‘ইস্তাম্বুল নিয়ে আমার চিন্তা হচ্ছে। আমি সান্তা সোফিয়ার ব্যাপারে চিন্তা করছি। আমি খুব কষ্ট পেয়েছি।’
আগামী ২৪ জুলাই হায়া সোফিয়ায় প্রথম নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
প্রসিদ্ধ ওই স্থাপনার জাদুঘরের মর্যাদা বাতিল করে মসজিদে রূপান্তরের আদেশ জারি করে দেশটির আদালত। এর পরেই তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান হায়া সোফিয়াকে মসজিদ হিসেবে ঘোষণা দেন।
Comments