করোনায় সিএমপির উপপুলিশ কমিশনারের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের (উত্তর) উপপুলিশ কমিশনার মো. মিজানুর রহমান। রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোররাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) সাইফুল ইসলাম শান্ত। তিনি বলেন, ‘মিজানুর রহমান গত ২৮ জুন থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাত ৩টা ৪১ মিনিটে তিনি মারা যান।’
সিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বার্তার মাধ্যমেও মিজানুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিএমপি কমিশনার মাহবুবর রহমান।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে সিএমপির পাঁচ পুলিশ সদস্য মারা গেছেন বলে সিএমপি সূত্রে জানা গেছে।
Comments