কক্সবাজার সৈকতে বর্জ্য: ৫ সদস্যের তদন্ত কমিটি

কক্সবাজার সমুদ্র সৈকত হঠাৎ করে শত শত টন বর্জ্যে সয়লাব হয়ে গেছে। ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতে বর্জ্য ভেসে আসার কারণ জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা থেকে হিমছড়ি পর্যন্ত অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে ভেসে আসছে নানা ধরনের প্লাস্টিক বর্জ্য, মাছ ধরার ছেঁড়া জাল ও রশি। এ ছাড়া, এসব বর্জ্যের সঙ্গে ভেসে আসছে সামুদ্রিক কাছিমসহ কিছু জলজ প্রাণীও। ধারণা করা হচ্ছে, বর্জ্যের দূষণ ও ছেঁড়া জালে আটকে এসব প্রাণীর মৃত্যু হয়েছে।

গত ১১ জুলাই রাত থেকে এসব বর্জ্য ও মৃত প্রাণীগুলো ভেসে এলেও গতকাল বিকেল পর্যন্ত এ ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ধরনের তৎপরতা দেখা যায়নি।

তবে, বিষয়টি নজরে আসার পর গতকাল বিকেলে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল সমুদ্র সৈকত পরিদর্শনে যান। এর পরিপ্রেক্ষিতে সৈকতে বর্জ্যসহ মৃত জলজ প্রাণীগুলো ভেসে আসার কারণ জানতে তদন্তের জন্য প্রশাসন পাঁচ সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

জেলা প্রশাসক মো. কামাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সমুদ্র সৈকতে নানা ধরনের বর্জ্য ও সামুদ্রিক মৃত প্রাণী ভেসে আসার কারণ জানতে একজন অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে প্রশাসন পাঁচ সদস্যের কমিটি গঠন করেছি। এ কমিটি ঘটনার কারণ খুঁজে বের করে প্রতিবেদন আকারে জেলা প্রশাসনের কাছে জমা দেবে।’

‘কমিটিতে জেলা প্রশাসন ছাড়াও পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের রাখা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর করণীয় নির্ধারণ এবং ঘটনায় দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ আকারে চিঠি পাঠানো হবে,’ বলেন জেলা প্রশাসক।

আরও পড়ুন:

কক্সবাজার সৈকতে হঠাৎ শত শত টন বর্জ্য

Comments

The Daily Star  | English
Bangladesh energy import from Nepal

Nepal to export 40 MW power to Bangladesh via Indian grid from today

Bangladesh has agreed to import electricity from Nepal for the next five years

48m ago