পাবনায় ইউপি চেয়ারম্যানের ওপর হাতুড়ি দিয়ে হামলা
পাবনার সুজানগরে আহম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন।
তিনি জানান, সকালে ইউপি চেয়ারম্যান কামাল হোসেন নিজ বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে ইউনিয়ন পরিষদে পৌঁছালে, সেখানে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।
স্থানীয়দের বরাতে তিনি জানান, দলের অভ্যন্তরীণ কোন্দলে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
আহত ইউপি চেয়ারম্যান কামাল হোসেনকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Comments