রিজেন্টের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ

অর্থ আত্মসাতের দুই মামলায় রিজেন্ট হাসপাতালের মালিক ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ সোমবার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মো. মইনুল ইসলাম গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

রাজধানীর কারওয়ান বাজার এলাকার মাসুদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সাইফুল্লাহ মাসুদ তিন কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাহেদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেন।

সাহেদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা আগামী ১৩ আগস্টের মধ্যে কার্যকর করতে আদালত উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে আদেশ দিয়েছেন।

প্রথম মামলায় সাইফুল্লাহ আদালতকে বলেন, ২০১৮ সালের ১৮ জানুয়ারি থেকে ২৪ মার্চের মধ্যে সাহেদ তার দোকান থেকে এক কোটি টাকার রড ও সিমেন্ট কিনে তাকে চারটি চেক দেন এবং তাকে না জানিয়ে চেক ক্যাশ করতে নিষেধ করেন।

মামলার বিবৃতিতে বলা হয়, চলতি বছরের ২৫ জুন সাইফুল্লাহ সাহেদকে টাকা পরিশোধের অনুরোধ করলে, সাহেদ তাকে পরিণতি খারাপ হবে বলে হুমকি দেন।

দ্বিতীয় মামলার বিবরণীতে বলা হয়, অভিযোগকারী সাহেদকে দুই কোটি ৬৮ লাখ টাকার নির্মাণ সামগ্রী সরবরাহ করলেও, তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান।

পরে, অভিযোগকারী উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়রি করেন। বিষয়টি নিয়ে সাইফুল্লাহ চলতি বছরের ৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও অভিযোগ করেছিলেন।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

14m ago