করোনায় গাইনি বিশেষজ্ঞ ডা. আইরিন জামানের মৃত্যু

স্টার অনলাইন গ্রাফিক্স

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. আইরিন জামান মারা গেছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

আজ মঙ্গলবার দুপুরে ১টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. রঞ্জন কুমার নাথ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শনিবার রাতে ডা. আইরিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকালও অনেকটা ভালো ছিলেন। আজ সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তার ক্ষীণ শ্বাসপ্রশ্বাস চলছিল, যে কারণে তাকে মৃত ঘোষণা করা হয়নি। আজ দুপুরে ১টা ৪০ মিনিটে তিনি মারা গেছেন।’

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ডা. আইরিন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সাংগঠনিক সম্পাদক ডা. মুইজ্জুল আকবর চৌধুরীর স্ত্রী। তিনি কুমিল্লা মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ছাত্রী ছিলেন। তার মৃত্যুতে এফডিএসআর পরিবার গভীরভাবে শোকাহত। আমরা এফডিএসআর পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত প্রার্থনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৬৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১০ জন চিকিৎসক।’

বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ সকালে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছিল ডা. আইরিন জামান মারা গেছেন। সেই তথ্যটি ভুল ছিল। তখনো তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল, তবে ক্ষীণ শ্বাসপ্রশ্বাস চলছিল।’

আরও পড়ুন:

করোনায় আক্রান্ত ডা. আইরিন জামানের অবস্থা সংকটাপন্ন

Comments

The Daily Star  | English

Hamas responds to Gaza ceasefire proposal, it's 'positive': Palestinian official

US President Donald Trump earlier announced a "final proposal" for a 60-day ceasefire in the nearly 21-month-old war between Israel and Hamas, stating he anticipated a reply from the parties in coming hours

13m ago