খুলনায় ‘দিয়াশলাই নিয়ে মারামারিতে’ নিহত ১

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় দিয়াশলাই নিয়ে মারামারিতে জামাল ওরফে টুটে জামাল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার সকালে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারেফ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জামাল দৌলতপুরের মহেশ্বরপাশা এলাকার শামসুর ছেলে। তিনি ট্রাক চালকের সহকারী হেসেবে কাজ করতেন, পাশাপাশি সেনপাড়ার একটি গোডাউনের শ্রমিক ছিলেন। আজ রাত ২টার দিকে সেনপাড়ায় বিড়ি খাওয়ার জন্য দিয়াশলাই নিয়ে কয়েকজন মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মারামারি শুরু হলে জামাল নিহত হন। ভোর ৪টার দিকে মৃত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এখনো মরদেহ হাসপাতালে আছে।’

Comments

The Daily Star  | English
Bangladesh energy import from Nepal

Nepal set to export 40mw power to Bangladesh via India today

Bangladesh has agreed to import electricity from Nepal for the next five years

58m ago