ইউনাইটেড হাসপাতালের আগুনে নিহত ৪ জনের পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ
রাজধানীর ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষকে অগ্নিকাণ্ডে নিহত চার জনের পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদেশের কপি পাওয়ার ১৫ দিনের মধ্যে এই টাকা পরিশোধ করতে বলা হয়েছে।
ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে করা পৃথক পাঁচটি রিট আবেদনের ভার্চুয়াল শুনানি শেষে আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
রিটকারীদের একজন আইনজীবী নিয়াজ মোহাম্মদ মাহবুব দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আগুনে নিহত মো. মনির হোসেনের পরিবারকে ইতোমধ্যে ২০ লাখ টাকা দিয়ে সমঝোতা করেছে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ।’
‘কিন্তু আদালতের নির্দেশে এখন তাদের বাকি চার জনের পরিবারকে ৩০ লাখ টাকা করেই দিতে হবে’, বলেন তিনি।
Comments