নির্ধারিত হলো প্রিমিয়ার লিগের দলবদলের সময়সীমা
ইংলিশ প্রিমিয়ার লিগের আগামী ২০২০-২১ মৌসুমের গ্রীষ্মকালীন দলবদলের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ফিফার অনুমোদন সাপেক্ষে এটি কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছে লিগ কর্তৃপক্ষ।
বুধবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, দশ সপ্তাহ ধরে চলবে ইংল্যান্ডের পেশাদার ফুটবলের শীর্ষ স্তরের দলবদল। শুরু হবে আগামী ২৭ জুলাই, শেষ হবে আগামী ৫ অক্টোবর।
প্রিমিয়ার লিগের চলতি ২০১৯-২০ মৌসুমের পর্দা নামবে আগামী ২৬ জুলাই। পরদিন থেকেই নতুন মৌসুমের দল গঠনের জন্য খেলোয়াড় আদান-প্রদান প্রক্রিয়া শুরু করবে ক্লাবগুলো।
বিবৃতিতে আরও বলা হয়েছে, কেবল ঘরোয়া দলবদলের জন্য আগামী ৫ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো নিজেদের মধ্যে খেলোয়াড় বিনিময় করতে পারবে না। তবে তারা ইংলিশ ফুটবল লিগের (ইএফএল) ক্লাবগুলোর (চ্যাম্পিয়নশিপ, লিগ ওয়ান ও লিগ টুয়ের মোট ৭২টি ক্লাব) সঙ্গে খেলোয়াড় আদান-প্রদান করতে পারবে।
Comments