২৫ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করুন: শ্রম প্রতিমন্ত্রী

কারখানা মালিকদের আগামী ২৫ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
আজ বুধবার শ্রম ভবনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
আগামী ৩১ জুলাই কিংবা ১ আগস্ট ঈদ হতে পারে উল্লেখ করে তিনি দেশের ৪২টি পৃথক খাতে কাজ করা শ্রমিকদের বেতন ২৫ জুলাইয়ের মধ্যে পরিশোধ করতে কারখানার মালিকদের আহ্বান জানান।
Comments