রৌমারীতে বেড়িবাঁধ ভেঙ্গে ২০ গ্রাম প্লাবিত
কুড়িগ্রামের রৌমারীতে সোনাভরি নদীর পানির স্রোতে বেড়িবাঁধ ভেঙ্গে অন্তত ২০টি গ্রাম প্লাবিত হচ্ছে। আজ বুধবার উপজেলা প্রশাসন জিও-ব্যাগ ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করলেও, শেষ পর্যন্ত রাত ৮টার দিকে বাঁধ ভেঙ্গে পানি ঢুকে পড়ে।
রৌমারী উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) আল-ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, দিনের বেলায় জিও-ব্যাগ ডাম্পিং করে বাঁধটিকে সোনাভরি নদীর চাপ থেকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু, শেষ পর্যন্ত উপজেলার বন্দোবেড় ইউনিয়নের শাহব্যাপারী কুড়ারপাড় এলাকায় বাঁধটি ভেঙ্গে সোনাভরি নদীর পানি উপজেলার প্রায় ২০টি গ্রামে ঢুকে গেছে। এ সব গ্রামের অন্তত তিন হাজারের বেশি পরিবারের লোকেরা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছেন।
তিনি আরও জানান, এই মুহূর্তে পানির স্রোত ঠেকানোর কোন অবস্থা নেই। বাঁধটির প্রায় ২০ মিটার ইতিমধ্যে ভেঙ্গে গেছে এবং ভাঙ্গন অব্যাহত আছে।
বন্দোবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বলেন, আজ রাতেই তার ইউনিয়নসহ পার্শ্ববর্তী দুইটি ইউনিয়নের বিপুল সংখ্যক মানুষ পানিবন্দি হয়ে পড়বেন। বাঁধটি আগে থেকেই দুর্বল ছিল। কিন্তু, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি।
দুর্গতদের নৌকার মাধ্যমে নিরাপদ আশ্রয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান।
স্থানীয় জন্দিরকান্দা গ্রামের বাসিন্দা নুর ইসলাম (৫৬) বলেন, তাদের বাড়িতে নদীর পানি ঢুকে পড়েছে। রাতে পরিবার পরিজন নিয়ে বাড়িতে থাকা নিরাপদ নয় তাই পরিবারের লোকজন ও গবাদি পশু নিয়ে সরকারি রাস্তার ওপর আশ্রয় নিয়েছেন। বেড়িবাঁধ ভাঙ্গার কারণে রৌমারী শহর রক্ষা বাঁধটিও এখন হুমকির মুখে বলে তিনি জানান।
Comments