করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছোটন দেব (২৯) নামে পুলিশের আরও এক সদস্য মারা গেছেন। তিনি কক্সবাজার জেলা পুলিশের বিশেষ শাখায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোররাত দেড়টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাইফুল ইসলাম শান্ত। তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে প্রায় এক মাস আগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন ছোটন দেব। এক সপ্তাহ আগে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই আজ ভোররাতে তিনি মারা যান।’
পুলিশ সূত্রে জানা গেছে, ছোটন দেবই কক্সবাজার জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম পুলিশ সদস্য। সব মিলিয়ে এ নিয়ে করোনায় পুলিশের অন্তত ৫১ সদস্য মারা গেছেন।
Comments