পাবনায় সরকারি গাছ কাটার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭

প্রতিষ্ঠানের ভেতরে এবং প্রাচীরের নিকটবর্তী সরকারি রাস্তার পাশ থেকে মেহগনি, আম, কাঁঠাল, দেবদারুসহ মোট ছয়টি গাছ কাটা হয়। ছবি: স্টার

পাবনার চাটমোহরে হরিপুর দূর্গাদাস উচ্চ বিদ্যালয় ও কলেজের অর্ধশত বছরের পুরাতন গাছ অবৈধ ভাবে কাটার অভিযোগে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও কলেজের অধ্যক্ষসহ নয় জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন স্থানীয় প্রশাসন। অভিযুক্তদের মধ্যে সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক রয়েছে ইউপি চেয়ারম্যান ও কলেজের অধ্যক্ষ।

অবৈধভাবে সরকারি গাছ কাটার অভিযোগে হরিপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিপুল কুমার জোয়ার্দ্দার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় হরিপুর ইউপি চেয়ারম্যান ও হরিপুর দূর্গাদাস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মকবুল হোসেনকে এক নম্বর এবং অধ্যক্ষ আলী হায়দার সরদারকে নয় নাম্বার আসামী করা হয়েছে।

মামলায় কলেজের গভর্নিং বডির সদস্য আতিকুল ইসলাম, শাহজালাল উদ্দিন, মোশারফ হোসেন, আজাদ হোসেন, প্রণবী রানী, সিরাজুল ইসলাম ও গোলজার হোসেনকেও আসামী করা হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় একই জায়গায় অবস্থিত এবং একই নিয়মে পরিচালিত হয়। প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘ পুরানো ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় অতি সম্প্রতি সেখানে একটি নতুন ভবনের অনুমোদন হয়। কিন্তু সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এবং দরপত্র ছাড়াই শুধুমাত্র ম্যানেজিং কমিটির রেজুলেশনের মাধ্যমে ১৪টি গাছ স্থানীয় একজনের কাছে বিক্রি করে দেয় কলেজ কর্তৃপক্ষ।

গত সোমবার প্রতিষ্ঠানের ভেতরে এবং প্রাচীরের নিকটবর্তী সরকারি রাস্তার পাশ থেকে মেহগনি, আম, কাঁঠাল, দেবদারুসহ মোট ছয়টি গাছ কাটা হয়।

স্থানীয়রা এসব গাছ কাটার প্রতিবাদ জানালেও কলেজ কর্তৃপক্ষ কোনো কর্ণপাত না করায় বিষয়টি ইউএনও সরকার মোহাম্মদ রায়হানকে জানালে তিনি গাছ কাটা বন্ধ করেন।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এজাহার দায়েরের পর মামলা নেওয়া হয়েছে। এ ঘটনায় সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ইউপি চেয়ারম্যান ও কলেজের অধ্যক্ষ পলাতক রয়েছে।’

Comments

The Daily Star  | English

Khulna JP office vandalised

Protesters vandalised the Jatiyo Party office in Khulna’s Dakbangla area yesterday evening.

25m ago