করোনায় কুষ্টিয়া মেডিকেল কলেজের ডা. এএসএম নূরুদ্দিন বাকি রুমির মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. এএসএম নুরুদ্দিন বাকি রুমি মারা গেছেন।
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আজ শুক্রবার ভোররাত দুইটার দিকে মারা যান।
ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রাক্তন সার্জারি কনসালটেন্ট ডা. এএসএম নুরুদ্দিন বাকি রুমি কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।’
ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, এ নিয়ে করোনায় এখন পর্যন্ত ৬৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১০ জন চিকিৎসক।
Comments