করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্র ব্যর্থ: জাকারবার্গ
যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্টনি ফাউসির সঙ্গে বিভিন্ন বিষয়ে দীর্ঘ আলোচনায় ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে।
পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে মহামারি প্রতিরোধ ব্যবস্থা ‘খুবই খারাপ’ বলেও মন্তব্য করেন জাকারবার্গ। তার এমন মন্তব্যে দ্বিমত পোষণ না করে ফাউসি বলেন, মহামারি মোকাবিলায় ‘আমাদের আবার একত্র হওয়া প্রয়োজন।’
আজ শুক্রবার ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়, জাকারবার্গ প্রায় ঘণ্টাব্যাপী আলোচনায় বলেছেন, ‘যখন উন্নত দেশগুলো বা সব দেশেই করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলকভাবে কম যুক্তরাষ্ট্রে তখন প্রতিদিনই রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘এমন পরিস্থিতিতে বলা যায় যে করোনা মোকাবিলা করা হচ্ছে তা অনেক দেশের তুলনায় নিকৃষ্ট। আমাদের সরকার ও বর্তমান প্রশাসন মহামারি মোকাবিলায় তেমন দক্ষ না।’
তিনি ফাউসির কাছে জানতে চান, এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে জাতির কী করা উচিত?
যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি ভয়াবহ উল্লেখ করে ফাউসি বলেন, ‘তথাপি, দেশের কোনো কোনো অঞ্চলে পরিস্থিতি ভালো হচ্ছে। দেশের উত্তরপূর্বাঞ্চলে বিশেষ করে, যে নিউইয়র্ক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেখানেও পরিস্থিতির উন্নতি হয়েছে।’
‘এখন আমাদের দক্ষিণে রাজ্যগুলোর দিকে মনোযোগ দিতে হবে। সেখানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। সেখানে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলতে হবে।’
‘আমাদের আবার ঐক্যবদ্ধ হতে হবে’ উল্লেখ করে ফাউসি বলেন, ‘আবার লকডাউন নয়। এখন সুসংগঠিত উপায়ে আমাদের এর মোকাবিলা করতে হবে।’
ফাউসির এই মতের সঙ্গে একমত হন জাকারবার্গ। তবে একই সঙ্গে তিনি ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেন।
করোনায় যুক্তরাষ্ট্রে ১ লাখ ৩৮ হাজার মানুষের মৃত্যুর কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়।
Comments