এভাবে খেললে নাপোলির কাছেও হারব: মেসি

লা লিগার শিরোপা যে হাতছাড়া হতে যাচ্ছে তা আরও বেশ কয়েক রাউন্ড আগেই বুঝতে পেরেছে বার্সেলোনা। তাই শেষ কয়টি ম্যাচ ছিল তাদের জন্য সম্মানের। দলের খেলোয়াড়রাও এমনটাই বলেছিলেন। কিন্তু আগের দিন মাঠে দেখা গেল উল্টো ঘটনা। ঘরের মাঠেই অপেক্ষাকৃত দুর্বল ওসাসুনার কাছে হেরে বসে দলটি। আর এমন ধারায় ফুটবল খেললে চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির কাছেও বার্সেলোনা হারবে বলে মনে করেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি।
ছবি: এএফপি

লা লিগার শিরোপা যে হাতছাড়া হতে যাচ্ছে তা আরও বেশ কয়েক রাউন্ড আগেই বুঝতে পেরেছে বার্সেলোনা। তাই শেষ কয়টি ম্যাচ ছিল তাদের জন্য সম্মানের। দলের খেলোয়াড়রাও এমনটাই বলেছিলেন। কিন্তু আগের দিন মাঠে দেখা গেল উল্টো ঘটনা। ঘরের মাঠেই অপেক্ষাকৃত দুর্বল ওসাসুনার কাছে হেরে বসে দলটি। আর এমন ধারায় ফুটবল খেললে চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির কাছেও বার্সেলোনা হারবে বলে মনে করেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি।

বৃহস্পতিবার রাতে ন্যু ক্যাম্পে ওসাসুনার কাছে ১-২ গোলের ব্যবধানে হেরে যায় বার্সেলোনা। অথচ দুই মৌসুম আগে এ দলটির বিপক্ষে তারা জিতেছিল ৭-১ গোলের ব্যবধানে। বার্সার সোনালী সময় যে হারাতে যাচ্ছে তাতেই স্পষ্ট। আর একই দিন ভালদেবেবাসে ভিয়ারিয়ালকে একই ব্যবধানে হারিয়ে শিরোপা উল্লাসে মেতেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

চলতি মৌসুমে ঘরোয়া সব প্রতিযোগিতা থেকে খালি হাতে ফিরেছে বার্সেলোনা। শূন্য হাতে মৌসুম শেষ না করতে চাইলে এখন একমাত্র চ্যাম্পিয়ন্স লিগই ভরসা। তবে সেখানে উতরাতে হবে কঠিন পথ। শেষ ষোলোর ম্যাচেই প্রতিদ্বন্দ্বী নাপোলি। যারা কিছু দিন আগে জুভেন্টাসকে হারিয়ে ইতালিয়ান কাপ শিরোপা জিতেছে। এরপর করোনাভাইরাসের কারণে বিরতি শেষে লিগেও দারুণ ছন্দে আছে তারা। তাদের সঙ্গে জিততে হলে নিজেদের খেলার উন্নতির কোনো বিকল্প দেখছেন না মেসি।

ম্যাচ শেষে স্প্যানিশ টিভি চ্যানেল এল চিরিংগুইতোকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, 'রোমা, লিভারপুল... সমর্থকরা ধৈর্য হারিয়ে ফেলছে কারণ আমরা তাদের কিছু দিতে পারছি না। যদি আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই তাহলে আমাদের অনেক কিছুর পরিবর্তন করতে হবে। আমরা যদি এভাবেই খেলতে থাকি, তাহলে চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির কাছেও হারব। আমি আগেই বলেছি চ্যাম্পিয়ন্স লিগ জেতা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমরা লা লিগা জেতার মতো পারফরম্যান্সই করছি না...'

অথচ করোনাভাইরাসের কারণে বিরতির আগে রিয়ালের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে ছিল বার্সাই। ফিরে আসার পর তিন ড্রর পর আগের দিন হার দেখে তারা। অন্যদিকে দারুণ ধারাবাহিক ফুটবল খেলে সবকটি ম্যাচ জিতে শিরোপা স্বাদ পায় রিয়াল। তাই শিরোপা হাতছাড়া করায় নিজেদের দায় দেখছেন মেসি, 'মৌসুমটা এভাবে শেষ হবে, আশা করিনি। কিন্তু মৌসুমজুড়ে আমাদের বেলায় সেটাই হলো। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে এবং গুরুত্বপূর্ণ সময়ে অধারাবাহিক থাকার কারণে আমরা অনেক অনেক বেশি পয়েন্ট হারিয়েছি।'

আর কারণে সমর্থকরাও ক্ষুব্ধ হয়ে আছেন বলে জানালেন বার্সা অধিনায়ক, 'আমরা ক্ষুব্ধ, সমর্থকরা ক্ষুব্ধ। কারণ আমরা তাদেরকে কিছু দিচ্ছি না এবং তারা অধৈর্য হয়ে পড়েছে। অবশ্যই আমাদের আত্মসমালোচনা করতে হবে… খেলোয়াড় এবং ক্লাব উভয়কেই। চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে আমাদের হাতে সময় আছে এবং অবশ্যই আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং পরিবর্তন আনতে হবে।'

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago