জামালপুরে যমুনায় ৪৮ ঘণ্টায় ২১ সেন্টিমিটার পানি কমেছে

জামালপুরের দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি গত ৪৮ ঘণ্টায় ২১ সেন্টিমিটার নামলেও, জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। আজ দুপুর ১২টার দিকে এখানে পানি বিপৎসীমার ১০৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে।
জামালপুরের সরিষাবাড়ীতে ডুবে যাওয়া আরামনগর বাজারে জাল ফেলে মাছ ধরছে মানুষ। ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি গত ৪৮ ঘণ্টায় ২১ সেন্টিমিটার নামলেও, জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। আজ দুপুর ১২টার দিকে এখানে পানি বিপৎসীমার ১০৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে।

জামালপুরের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী জানান, সাত উপজেলার ৬৫৩টি গ্রাম ও সাতটি পৌর এলাকার প্রায় নয় লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আড়াই লাখ পরিবার পানিবন্দী হয়ে রয়েছে। এখন পর্যন্ত অন্তত সাত জন ডুবে মারা গেছে।

ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি জানান, বন্যায় ৩০৮টি ঘর পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৪,২১০টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার তিন হাজার ৩২১টি বন্যা কবলিত পরিবারের ১৪ হাজারেরও বেশি মানুষ ৭৯টি আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। ৩,৬৯০টি নলকূপ পানিতে ডুবে গেছে এবং প্রায় চার হাজার টয়লেট ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়াও, বিপুল সংখ্যক লোক গবাদি পশুসহ রাস্তায়, বাঁধে, ব্রিজে আশ্রয় নিয়েছে। বিশুদ্ধ পানি, পর্যাপ্ত খাবার, স্বাস্থ্য সুরক্ষার তীব্র সংকটের মধ্যে তার দিন পার করছে।

জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আমিনুল ইসলাম বলেন, বন্যার দ্বিতীয় পর্যায়ে ৮,৮২০ হেক্টর জমির ফসল জলাবদ্ধ হয়েছে। প্রথম ধাপে ৪,৪৫৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছিল।

Comments

The Daily Star  | English

Complaint lodged against Hasan Mahmud, Nowfel among 119 in Ctg

A complaint was lodged with a Chattogram court today accusing former ministers Hasan Mahmud and Mohibul Hassan Chowdhury Nowfel and 117 other Awami League men over attacking students during mass protest in the port city on August 4

48m ago