আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৬

ছবি: এএফপি

ভারতের আসামে বন্যায় ৩০টি জেলার প্রায় ৫৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন অন্তত ৭৬ জন।

আজ শনিবার আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) এর বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

এএসডিএমএ জানায়, গতকাল শুক্রবার পর্যন্ত আসামের ৩৩টি জেলার মধ্যে ৩০ জেলার ৫৩ লাখ ৯৯ হাজার ১৭ জন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৭৬ জনের মৃত্যু হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়েছে, আসামের ৩ হাজার ১৪টি গ্রাম পানিতে তলিয়ে গেছে এবং এখন পর্যন্ত রাজ্যের দুই দশমিক চার লাখ হেক্টরের বেশি কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যায় রাজ্যের ধেমাজি, লখিমপুর, বিশ্বনাথ, শোণিতপুর, দরং, বাক্সা, নলবাড়ি, বরপেটা, চিরাং, বঙাইগাঁও, কোকরাঝাড়, ধুবড়ী, দক্ষিণ শালমারা, গোয়ালপাড়া, কামরূপ, কামরূপ মহানগর, মরিগাঁও, নগাঁও, হোযাই, গোলাঘাট, যোরহাট, মাজুলী, শিবসাগর, ডিগ্রুগড়, তিনসুকিয়া, কার্বি অ্যাংলং, পশ্চিম কার্বি আংলং ও কাছাড় জেলা প্লাবিত হয়েছে বন্যায়।

এসব জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা থেকে এখন পর্যন্ত ৭৬ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং দুর্গতদের জন্য ৫৫২টি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago