কম্পিউটার মেরামতের দোকানে ব্যক্তিগত ছবি হাতিয়ে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ১
অনলাইনে ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করার ঘটনায় গাজীপুরে কম্পিউটার মেরামতের দোকানের এক টেকনিশিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পুলিশ বলছে, কম্পিউটার মেরামতের সুযোগে ব্যক্তিগত ছবি হাতিয়ে নিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ব্ল্যাকমেইল করছিলেন।
সিআইডির সাইবার ইউনিট গতকাল শুক্রবার দুপুরে গাজীপুর সদরে শাকিল মাহমুদকে (২১) গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ডিএমপির নিউমার্কেট থানায় মামলা হয়েছে।
ব্ল্যাকমেইলের পুরো ঘটনার বিবরণ দিয়ে সিআইডি (সাইবার পুলিশ) এর অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, অভিযুক্ত শাকিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ব্ল্যাকমেইল করে টাকা দাবি করছিলেন। তিনি নিজেকে হ্যাকার পরিচয় দিয়ে বিদেশি একটি ফোন নাম্বার ব্যবহার করে এই কাজ করছিলেন।
পুলিশের ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রে থাকা হবু স্বামীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের বেশ কিছু ছবি আদান প্রদান করেছিলেন ওই ছাত্রী। এর মধ্যেই সন্ত্রাসী হামলায় যুক্তরাষ্ট্রে তার হবু স্বামী নিহত হন। তার পর থেকেই একটি বিদেশি নাম্বার থেকে তার কাছে টাকা দাবি করা হয়। এমনকি প্রমাণ হিসেবে কিছু ছবিও পাঠানো হয়।
অভিযোগ পাওয়ার পর সাইবার পুলিশ জানতে পারে, ভিকটিমের হবু স্বামীর মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের পুলিশ তদন্ত শেষ করে তার ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস এবং ল্যাপটপ বাংলাদেশে পাঠিয়েছিল। ল্যাপটপটি লক করা থাকায় পরিবারের সদস্যরা সেটি ব্যবহার করতে পারছিলেন না। তবে ভিকটিমের ধারণাই ছিল না কম্পিউটার মেরামতের দোকান থেকে এই ঘটনা ঘটতে পারে। কেননা যে নম্বর থেকে ফোন করে ব্ল্যাকমেইল করা হচ্ছিল সেটি ছিল যুক্তরাষ্ট্রের।
শেষ পর্যন্ত ওই নম্বরের সূত্র ধরেই সাইবার পুলিশের জালে আটকা পড়েছেন অভিযুক্ত শাকিল।
Comments