ক্লুইভার্টকে বার্সার কোচ হিসেবে চান মেসিরা!

দুই মৌসুম পর ফের লা লিগার শিরোপা হাতছাড়া করেছে বার্সেলোনা। অথচ গত এক যুগ ধরে এই টুর্নামেন্টে বরাবরই ধারাবাহিক ছিল দলটি। চলতি মৌসুমে শিরোপা হাতছাড়া করায় এ নিয়ে কাঁটাছেঁড়া হচ্ছে অনেক। ক্ষুরধারহীন পরিকল্পনায় কোচ কিকে সেতিয়েনকেই দায় দিচ্ছেন প্রায় সবাই। তাই এ কোচের ছাঁটাই হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে ফুটবল মহলে। আর নতুন কোচ হিসেবে সাবেক বার্সা তারকা প্যাট্রিক ক্লুইভার্টকে বার্সার খেলোয়াড়রা চাইছেন বলেই সংবাদ প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দিপার্তিভো।
ফাইল ছবি: এএফপি

দুই মৌসুম পর ফের লা লিগার শিরোপা হাতছাড়া করেছে বার্সেলোনা। অথচ গত এক যুগ ধরে এই টুর্নামেন্টে বরাবরই ধারাবাহিক ছিল দলটি। চলতি মৌসুমে শিরোপা হাতছাড়া করায় এ নিয়ে কাঁটাছেঁড়া হচ্ছে অনেক। ক্ষুরধারহীন পরিকল্পনায় কোচ কিকে সেতিয়েনকেই দায় দিচ্ছেন প্রায় সবাই। তাই এ কোচের ছাঁটাই হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে ফুটবল মহলে। আর নতুন কোচ হিসেবে সাবেক বার্সা তারকা প্যাট্রিক ক্লুইভার্টকে বার্সার খেলোয়াড়রা চাইছেন বলেই সংবাদ প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দিপার্তিভো।

বর্তমানে বার্সেলোনার একাডেমীর ডিরেক্টর হিসেবে কাজ করছেন ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত সময়ে বার্সার জার্সি গায়ে ২৫৬ ম্যাচ খেলে ১২২টি গোলকরা ক্লুইভার্ট। তবে খেলোয়াড়ি জীবন শেষ করার পর ডাচ ক্লাব এজেড আল্কমার ও এনইসি নিমেগেনের কোচের সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। এরপর এফসি টোয়েন্টির প্রধান কোচ হিসেবে যোগ দেন এবং ক্লাবকে রিজার্ভ লিগ শিরোপা জেতান। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে নেদারল্যান্ডস কোচ লুইস ফন হালের সহকারী হিসেবেই কাজ করেছেন তিনি। সেবার দারুণ খেলা ডাচ দলটি তৃতীয় স্থান অধিকার করে। এরপর কুরাকাও জাতীয় দলের কোচ ছিলেন কিছু দিন।

এরপর সব চুকিয়ে অল্প সময়ের জন্য প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) পরিচালক হিসেবে যোগ দেন। তার সময়েই বার্সা থেকে ২২২ মিলিয়ন ইউরো খরচ করে নেইমারকে কিনে নেয় প্যারিসের দলটি। পরে গত মৌসুমে বার্সার একাডেমীর পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। তবে মেসি-সুয়ারেজদের সঙ্গে যোগাযোগ রয়েছে নিয়মিত। জানা গেছে ক্লাবের সব খেলোয়াড়ই তাকে কোচ হিসেবে পাওয়ার জন্য আবেদন করেছেন।

বার্সেলোনার খেলোয়াড়রা বিশ্বাস করেন, ক্লুইভার্ট ক্লাবটির মডেলের সঙ্গে পরিচিত থাকায় সহজেই মানিয়ে নিতে পারবেন এবং বিশ্বাস করেন যে মেসিরা যা চাচ্ছেন তার তাৎপর্য এবং চরিত্র দলকে দিতে পারেন। তরুণ উদীয়মান তারকা আনসু ফাতির উত্থানের অন্যতম কারিগরই ছিলেন ক্লুইভার্ট। আর তাই নাপোলির বিপক্ষে বার্সার ডাগআউটে ক্লুইভার্টকেই দেখা যেতে পারে বলে সংবাদ প্রকাশ করেছে মুন্দো দিপার্তিভো।

উল্লেখ্য, ঘরের মাঠ ন্যু ক্যাম্পে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ওসাসুনার বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হারার পর অবস্থান নড়বড়ে হয়ে যায় বার্সার বর্তমান কোচ সেতিয়েনের। একই দিনের আবার ভিয়ারিয়ালকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। তাই সব মিলিয়ে বেশ বেকায়দায় আছেন বার্সা কোচ। জানা গেছে খুব শিগগিরই তার সঙ্গে আলোচনায় বসবেন বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ। সেখানেই তার ভাগ্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছে মুন্দো দিপার্তিভো।

Comments

The Daily Star  | English
Tim Southee

‘Worst wicket I've come across’, Southee blasts Mirpur pitch

“Probably the worst wicket I've come across in my career,” said Southee after the game on Saturday.

11m ago