আচমকা ব্যাটিং ধসে ম্যাচ বাঁচানোর চ্যালেঞ্জে ওয়েস্ট ইন্ডিজ

চতুর্থ দিনের শুরুটা বেশ ভালোই ছিল ওয়েস্ট ইন্ডিজের। ইংল্যান্ডের বড় রানের জবাবে আশা জাগাচ্ছিল তাদের ব্যাটিং। কিন্তু লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতায় হুট করে ছন্দপতনে তিনশোর আগেই ইনিংস শেষ। তাতে বড় লিড নিয়ে দ্রুত একটা লক্ষ্য দিয়ে জেতার চেষ্টায় আছে স্বাগতিকরা।

চতুর্থ দিনের শুরুটা বেশ ভালোই ছিল ওয়েস্ট ইন্ডিজের। ইংল্যান্ডের বড় রানের জবাবে আশা জাগাচ্ছিল তাদের ব্যাটিং। কিন্তু লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতায় হুট করে ছন্দপতনে তিনশোর আগেই ইনিংস শেষ। তাতে বড় লিড নিয়ে দ্রুত একটা লক্ষ্য দিয়ে জেতার চেষ্টায় আছে স্বাগতিকরা।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টিতে তৃতীয় দিনের পুরোটা ভেসে যাওয়ার পর এই টেস্টের ফল দেখা অনেক কঠিন হয়ে গিয়েছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানদের আচমকা ধসের পর কিছুটা হলেও আশা দেখতে শুরু করেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪৬৯ রানের ইনিংস ঘোষণার পর ২৮৭ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। ১৮৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৩৭ রান তুলেছে ইংল্যান্ড।

হাতে ৮ উইকেট আর ২১৯ রানের লিড নিয়ে শেষ দিনের সকালে বেন স্টোকস ১৬ আর জো রুট ৮ রান নিয়ে নামবেন।

রোববার সকালে ১ উইকেটে ৩২ রান নিয়ে শুরু করে ক্যারিবিয়ানরা। ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট নাইটওয়াচম্যান আলজেরি জোসেফকে নিয়ে প্রথম ঘণ্টা পার করে দেন অনায়াসে। ইতিবাচক খেলতে থাকা জোসেফ স্পিনার বেসের বলে ৩২ রান করে ক্যাচ দেন।

এরপর শেই হোপের সঙ্গেই জুটি জমেছিল ব্র্যাথওয়েটের। ৫৩ রানের জুটিটি আরও বড় হয়নি হোপের ব্যর্থতায়। আরও একবার থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি।

আস্থার ছবি হয়ে তবু ক্রিজে ছিলেন ব্র্যাথওয়েট। তার সঙ্গে মিলে ছন্দ পেয়ে যান শারমাহ ব্রোকস। হোপ পেরিয়ে যান ফিফটি। জুটি এগুচ্ছিল বড় কিছুর দিকে। ভীষণ দরকারি সময়ে ৭৫ করা ব্র্যাথওয়েটকে নিজের বলে ক্যাচ বানিয়ে ৭৬ রানের জুটি ভাঙেন বেন স্টোকস।

এরপর রোস্টন চেজ-ব্রোকেসের জুটিও জমে গিয়েছিল। ৬৮ করা ব্রোকসকে ফিরিয়ে সে জুটি ভাঙেন ক্রিস ওকস। তখনই শুরু ক্যারিবিয়ানদের ধসে পড়ার গল্প। স্টুয়ার্ট ব্রড আর ক্রিস ওকস মিলে টপাটপ ফেলতে থাকেন উইকেট।

৫ উইকেটে ২৪২ থেকে নিমেষেই ২৮৭ রানে গুটিয়ে যায় জেসন হোল্ডারের দল।

বড়সড় লিড পেয়ে ম্যাচ জেতার আশা বাড়ে ইংল্যান্ডের। দ্রুত লিড বাড়াতে ওপেন করতে পাঠানো হয় বেন স্টোকস আর জস বাটলারকে। টেস্টে খারাপ ফর্ম কাটাতে মরিয়া বাটলার সুযোগটা কাজে লাগাতে পারেননি। প্রথম ওভারেই কেমার রোচের বলে বোল্ড হয়ে যান তিনি। তিনে নামা জ্যাক ক্রাউলিও রোচের বলে বোল্ড হয়েছেন। 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago