সৌদি বাদশাহ সালমান হাসপাতালে
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ (৮৪) দেশটির রাজধানী রিয়াদের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ সোমবার সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থার (এসপিএ) বরাত দিয়ে রয়টার্সের এক খবরে বলা হয়েছে, পিত্তাশয়ের (গলব্লাডার) প্রদাহের কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানানো হয়নি।
২০১২ সাল থেকে আড়াই বছরেরও বেশি সময় ধরে বাদশাহ সালমান সৌদি আরবের যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর ২০১৫ সালে তিনি বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশটির শাসক হন।
এর আগে ১৯৬৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি ছিলেন রিয়াদের গভর্নর।
Comments