মিশন হোপ: মঙ্গলের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতের যাত্রা

মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রওনা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের ঐতিহাসিক এক মহাকাশযান। জাপানের তানিগাশিমা স্পেসপোর্ট থেকে মহাকাশযান ‘দ্য হোপ প্রোব’ (আরবিতে আল-আমল)-কে নিয়ে সফলভাবে উৎক্ষেপণ করেছে এইচ২-এ রকেট।
SPACE-EXPLORATION-EMIRATES-JAPAN.jpg
জাপানের তানিগাশিমা স্পেসপোর্ট থেকে মহাকাশযান ‘দ্য হোপ প্রোব’ (আরবিতে আল-আমল)-কে নিয়ে সফলভাবে উৎক্ষেপণ করেছে এইচ২-এ রকেট। ছবি: রয়টার্স

মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রওনা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের ঐতিহাসিক এক মহাকাশযান। জাপানের তানিগাশিমা স্পেসপোর্ট থেকে মহাকাশযান ‘দ্য হোপ প্রোব’ (আরবিতে আল-আমল)-কে নিয়ে সফলভাবে উৎক্ষেপণ করেছে এইচ২-এ রকেট। 

মঙ্গল গ্রহের আবহাওয়া ও জলবায়ু পরীক্ষা করতে মহাকাশযানটিকে প্রায় পাঁচশ মিলিয়ন কিলোমিটার পথ পাড়ি দিতে হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে গত সপ্তাহে দুবার এ মিশনের উৎক্ষেপণ স্থগিত করা হয়েছিল।

মহাকাশযানটি ২০২১ সালের ফেব্রুয়ারিতে মঙ্গলে পৌঁছাবে। ওইসময় আরব আমিরাতের প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী পালিত হবে।

‘হোপ’ মহাকাশযানের সফল উৎক্ষেপণের পর স্বস্তি প্রকাশ করে মিশনের বৈজ্ঞানিক দলের প্রধান সারাহ আল আমিরি জানান, তার দেশের ওপর এ ঘটনার প্রভাব অনেকটা ৫১ বছর আগে যুক্তরাষ্ট্রের চাঁদে পা রাখার মতো। ওই অভিযানটিও ২০ জুলাইয়ে হয়েছিল।

তিনি বলেন, ‘আজ আমি আনন্দিত যে, সংযুক্ত আরব আমিরাতের শিশুরা ২০ জুলাই ঘুম থেকে উঠে তাদের নিজস্ব অভিযানটি দেখতে পাবে। যা একটি নতুন বাস্তবতা। যা তাদের নতুন কিছু করতে উদ্বুদ্ধ করবে।’

সংযুক্ত আরব আমিরাতের এ মিশনসহ চলতি মাসেই যুক্তরাষ্ট্র ও চীনের আরও দুটি মিশন রওনা দেবে মঙ্গলে।

Comments

The Daily Star  | English

Don’t stop till the job is done

Chief Adviser Prof Muhammad Yunus yesterday urged key organisers of the student-led mass uprising to continue their efforts to make students’ and the people’s dream of a new Bangladesh come true.

5h ago